ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাহাড়ে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবিসহ শারীরিক নির্যাতন চালায়। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। 

এ ঘটনায় স্থানীয় এলাকায় স্বস্তির পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে, এ ধরনের মানব পাচার ও অপহরণ প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।

NB/AHA
আরও পড়ুন