ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শিহাব উদ্দিন খান, প্রশাসন ও অর্থ, ডিআইপির পরিচালক মো. আনোয়ার পারভেজ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং মহান মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিনটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে।
তিনি বলেন ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে; যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।
আজ ঐতিহাসিক যশোরমুক্ত দিবস 