ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টকে আটক করা হয়েছে। রবিবার  সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয় তাদের।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

আটকরা হলেন, পেকুয়া সদর ইউপির সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মোঃ ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পেকুয়া ও চকরিয়ায় অনলাইন জুয়ায় লাখ লাখ টাকা লেনদেনে সক্রিয় ছিল উঠতি বয়সের যুবক, স্কুল,  কলেজ শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের  জুয়ায় আসক্ত করে তুলেছিল এ দুই মাস্টার মাইন্ড।তারা দীর্ঘদিন ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে 1x bet জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে 1x bet এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করা হবে।

MH/SN
আরও পড়ুন