বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের থানা মহিরা গ্রামের প্রতাপ দাশের ছেলে।
চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় মিছিলে নেতৃত্ব দেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ।
ডিবি পুলিশ নগরীর মেহেদীবাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানায় হস্তান্তর করে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন তারেক রহমান