অবশেষে ৩ নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর থেকেই কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

রাত থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে।

বিআইডব্লিউটিসি জানায়, মাঝ নদীতে ৮৬টি যানবাহন ও কয়েকশ যাত্রী নিয়ে আটকে ছিল শাহ-পরান, গোলাম মাওলা ও বাইজারসহ ছোট-বড় ৪টি ফেরি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

AHA
আরও পড়ুন