গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টার দিকে দেওলিয়াবাড়ী এলাকার একটি ঝুটের গুদামে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
সংবাদ পেয়ে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ১১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪