বয়স্ক ব্যক্তি, নারী, শিশু বা শারিরীকভাবে অসুস্থ যাত্রীদেরকে ইমিগ্রেশন থেকে চেকপোষ্ট বা চেকপোষ্ট থেকে ইমিগ্রেশনে যাতায়াতের সুবিধার্থে টোল ফ্রি ইজিবাইক চালু হয়েছে কুমিল্লার বিবিরবাজার ইমিগ্রেশনে। ইমিগ্রেশন থেকে যাত্রীদের ভারত চেকপোস্ট পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে নতুন ইজিবাইক সার্ভিস চালুর উদ্বোধনী ফিতা কাটেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চ প্রধান মো. মনিরুল ইসলাম।
এরপরই ইজিবাইকে পেছনের সিটে যাত্রী হন তিনি। পাশে বসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। তাদের সামনে বসেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, ১০ বিজিবি’র অধিনায়ক আরাফাত ইসলাম অনিক। সামনে চালকের সঙ্গে বসেন হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. খাইরুল আলম।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে কুমিল্লার বিবিরবাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোষ্ট থেকে পুলিশের স্টিকারযুক্ত ইজিবাইকে করে সীমান্তের জিরো পয়েন্টে যান পুলিশ-বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থলবন্দরে গিয়ে সরকারি যানবাহন ছেড়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইজিবাইকে চড়ে সীমান্তে যাওয়ার এমন দৃশ্য নজরকাড়ে স্থানীয়দের।
এর আগে স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমিগ্রেশনে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে নব নির্মিত বিবির বাজার ইমিগ্রেশন কমপ্লেক্স ও স্যুভেনীর কর্নার এর উদ্বোধন করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
