ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাফ চ্যাম্পিয়ন আসিফের এলাকায় আনন্দের বন্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। যার নেতৃত্বে ছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আশরাফুল হক আসিফ। নেপালকে ৪-১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় সারাদেশের মতো বাঁধভাঙা উল্লাসে মেতেছে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী। ভাইয়ের এমন সফলতায় খুশি হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছে আশরাফুল হক আসিফের বড় ভাই ফুটবলার আরিফুল হক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় বাংলাদেশ জয় লাভের পর অধিনায়ক আসিফের ঈশ্বরগঞ্জে শৈশবের খেলার মাঠের খেলোয়াড় ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস করতে।

আসিফ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবু তালেবের সন্তান দুই ভাইবোনের মধ্যে আসিফ সবার ছোট।

অধিনায়ক আসিফের বড় ভাই আরিফুল হক বলেন, আমাদের রক্তে মিশে আছে ফুটবল। আমার বাবা ছিলেন একজন খ্যাতিমান ফুটবলার। আমি নিজেও একজন পেশাদার ফুটবলার। এখন আমার ছোট ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এর চেয়ে বড় আনন্দ প্রাপ্তি কি হতে পারে। আজ আমি অনেক খুশি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেনো দেশের জন্য আরো বড় সাফল্য অর্জন করতে পারে।

এ বিষয়ে আসিফের বড় ভাই আরো জানান, আমি আসিফের সাথে কথা বলেছি সেমিফাইনালের পর সে বলেছে ভারতকে হারাতে পেরে আমরা খুবই আনন্দিত একথা বলে খুশিতে কেঁদে ফেলেন আসিফ।

চ্যাম্পিয়ন হওয়ার পর সে ফোনে জানিয়েছে দেশের ফুটবলের ক্যাপ্টেন হয়ে ট্রফি জিততে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমাদের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বন্যার্তদের প্রতি উৎসর্গ করলাম। সেইসাথে আমাদের প্রতি আস্থা রাখায় দেশবাসীর প্রতি ও আমার অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, আসিফের এমন সাফল্যে আমরা গর্বিত। সে দেশকে এতো বড় সাফল্য এনে দিয়েছে। ঘরের ছেলে আসিফ ঘরে ফিরে আসলেই আমরা তাকে সংবর্ধনা জানাবো। আমরা তাকে সংবর্ধনা দিতে অপেক্ষায় আছি। আসিফদের এ অর্জনের ধারা অব্যাহত থাকুক এটাই আমাদের চাওয়া।

SM/FI
আরও পড়ুন