ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ.লীগের লগি-বৈঠার তাণ্ডবে ৫ আগস্টের সৃষ্টি: শামীম সাঈদী

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০০ এএম

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ৫ আগস্টের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদী পুত্র শামীম সাঈদী।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিল। যার ফলস্বরূপ ৫ আগস্ট তাদের পতন হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। 

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

শামীম সাঈদী বলেন, আওয়ামী লীগের খুনিরা বিনা অপরাধে যাদের ফাঁসি দিয়েছে, ক্ষমতায় টিকে থাকার লিপ্সায় যাদের হত্যা করেছে, তাদের রক্ত বৃথা যেতে দেব না। এই বাংলার মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে আপনারা তাদেরকেই ভোট দেবেন যারা ন্যায় ও কুরআনের পক্ষে। আপনারা তাদের পক্ষে থাকবেন যারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আগামীতে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর পতাকা তলে আসার আহ্বান জানাই। আমরা আজীবন আপনাদের পাশে থাকতে চাই। একটি সুন্দর দেশ গড়ার জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে।

নগরকান্দা উপজেলা জামাতের আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. সাারোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত শিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ।

AHA/FI
আরও পড়ুন