রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরে তানভীর মিয়া (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তানভীর মিয়া ওই এলাকার বাবু শিকদারের ছেলে ও বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরের সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রেফার্ড করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ঘটনার খবর পেয়ে থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার তদন্তের কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তানভীরকে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
