কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ দুই পলিথিন উৎপাদনের আপরাধে দুটি কারখানাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে দুটি কারখানা থেকে উৎপাদিত ৪’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাজার ও জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো. রিদুওয়ান আহমেদ রাফি, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মমিন ভূ্ইঁয়া।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুওয়ান আহমেদ রাফি জানান, দুপুরে শহরের ভৈরব বাজার, জগন্নাথপুর কমলার মোড় এলাকায় দুটি কারখানায় অভিযান পরিচালনা করে। সরকারিভাবে নিষিদ্ধ অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক কারখানার মালিক থেকে ৭০ হাজার ও অপর মালিক থেকে ২০ টাকা জরিমানা আদায় ও চারশ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
এছাড়া অপর একটি অভিযানে জনবসতি এলাকায় পরিবেশ দূষণের অপরাধে চন্ডিবের এলাকার মুরগির খামারি আক্তার মিয়ার কাছ থেকে দুইশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, ভৈরব পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা আক্তার, ভৈরব থানার পুলিশ সদস্যরা।
