ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ফরিদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে বুধবার (২৯ জানুয়ারি) বিকালে জামিনের আবেদন করেন তিনি। আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন কাউসার ভূঁইয়া (৫৬)।
এ বিষয়ে ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম বলেন, বিকেলে কাউসার ভূঁইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার নামে ভাঙ্গা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
