নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা আদালতের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপিপন্থী আইনজীবী ও স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আইনজীবী ও স্থানীয় জনতা ম্যুরাল ভাঙচুর করে। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু কর্ণারেও ভাঙচুর করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান জানান, ম্যুরাল তৈরি করে দেশে আইন ও বিচারের প্রতি হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগ সরকার। তাই এ দেশের মানুষ আর এমন ম্যুরাল আর চায় না।
সাবেক সভাপতি আইনজীবী সমিতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করছে।
ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন