ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাদ অনুসারীদের ইজতেমার বয়ান ও মোনাজাতের সময়সূচি

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েরম সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সূচি ঘোষণা করেন। 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ এএম

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বটি অনুষ্ঠিত হবে নিজামুদ্দিন মারকাজ অনুসারী বা সাদপন্থীদের ব্যবস্থাপনায়। আয়োজকদের পক্ষ থেকে এই পর্বের বয়ান, নামাজ ও আখেরি মোনাজাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েরম সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সূচি ঘোষণা করেন। 

সময়সূচি অনুযায়ী, ইজতেমা চালাকালীন প্রতিদিন ফজর নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৬টায়, জোহর দুপুর ২টায়, আসর বিকেল ৪টা ৩৫ মিনিটে, মাগরিব ও এশা ওয়াক্ত মতো। এশার নামাজের ৩০ মিনিট পর বয়ানের ও তাশকিল অনুষ্ঠিত হবে।

ইজতেমায় বৃহস্পতিবারের আনুষ্ঠানিকতা 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। তার বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরী।

বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইয়াকুব সিলানী (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।

প্রথম দিনের বয়ান ও জুমার নামাজ

বিশ্ব ইজতেমার প্রথম দিন বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। সকাল সাড়ে ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হবে তালিম। এদিন বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে জুমার নামাজ। জুমার নামাজ পরিচালনা করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম। বাদ আসর বয়ান করবেন হাফেজ মনজুর (নিজামুদ্দিন)। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ (নিজামুদ্দিন)।

দ্বিতীয় দিন বয়ান করবেন যারা 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মোরসালিন সাহেব (নিজামুদ্দিন)। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। বাদ জোহর আরব মেহমানরা বয়ান করবেন। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)।

তৃতীয় দিন বয়ান ও মোনাজাত 

বিশ্ব ইজতেমার তৃতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মুফতি রিয়াসাত (নিজামুদ্দিন)। এরপর হেদায়েতের বয়ান ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জামশেদ (নিজামুদ্দিন)।

আয়োজকরা জানান, ইজতেমায় আসা দেশ-বিদেশের সাথীদের জন্য পৃথক ভাষায় তালিমের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ও বয়ানের তরজমাকারীদের তালিকা আজ এশার নামাজের পর চূড়ান্ত করা হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে সমবেত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু না হলেও খিত্তায় খিত্তায় চলছে তালিম, বয়ানসহ ধর্মীয় আলোচনা।

RA
আরও পড়ুন