নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তায় জুনায়েদ আহমেদ পলকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়।
মামলার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আবুল হাসান, সিদ্ধিরগঞ্জের শরীফ ও শিক্ষার্থী হাফেজ সোলাইমানকে গুলি করে হত্যার ঘটনায় জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, এসব মামলায় পলককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১৯ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জুনায়েদ আহমেদ পলকে জিজ্ঞেসাবাদে মামলার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন এই আইনজীবী।
ওই সব মামলায় পলক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামালসহ নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানওকে আসমি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
