ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মদনপুরে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:২১ এএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হন মোটরসাইকেলে থাকা আরেও একজন। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ  শিমুল।

পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনের দ্রুত গতি আসা একটি তেলবাহী ট্যাংকলরি সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

দুর্ঘটনার পরপরই লরিটিকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

আহত ও নিহতরা তিনজনই বন্ধু। তারা মোটরসাইকেলযোগে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর লরি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন ওসি।

MMS
আরও পড়ুন