ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভিক্ষুককে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম

টাঙ্গাইলের বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আশিক খান নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আশিক খান (২৪) উপজেলার ঢংপাড়া মাঝিবাড়ি এলাকার কাশেম খানের ছেলে ও উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার বাসিন্দা মামুন (২৪)। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। ঝিনাই নদী পাড় থেকে ওই নারীকে আশিক ও মামুন জোর করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসলে ওই দুই যুবক পালিয়ে যায়। একপর্যায়ে সন্ধ্যায় অভিযুক্ত আশিককে স্থানীয়রা ধরে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ওই যুবককে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

RA/AHA
আরও পড়ুন