গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটির খেলনা পুতুল দেওয়ার কথা বলে এক যুবকের বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান জানান, মঙ্গলবার (২৬ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আকাশ মোল্লা (১৮) পলাতক রয়েছে। শিশুটির চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, ভুক্তভোগী শিশুর পরিবারকে মামলা না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখায় স্থানীয় প্রভাবশালীরা। তারা নানা উপায়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করে। এতে মামলা দায়ের বিলম্বিত হয়।
