আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আবারও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১৩ এপ্রিল) উপজেলার জয়নগর ইউনিয়নের চব্বিশপাড়া এলাকায় সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। এর মধ্যে ১৯ বছরের এক তরুণ গুরুতরভাবে আহত হয়েছেন।
এর আগে, ৫ এপ্রিল জাজিরার বিলাশপুরে সংঘর্ষের ঘটনায় খইয়ের মতো শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে একই উপজেলায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী ও জয়নগর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য হালিম তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এই দুই নেতা আত্মগোপনে গেলে তাদের স্থলে নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।
রোববার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় নুর আলম সরদারের অনুসারীরা প্রতিপক্ষের ওপর ককটেল বোমা নিক্ষেপ করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও মারামারি চলে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
