বহুল আলোচিত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের স্বজনেরা সুপ্রিম কোর্টে মামলার বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলা নিষ্পত্তিসহ রায় কার্যকরের করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাত খুন মামলার বাদী ও নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, তার ভাই নূর মোহাম্মদ, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, তার ছোট ভাই রাজু আহমেদ, নিহত গাড়ি চলক জাহাঙ্গীরের স্ত্রী নূপুর ও তার সন্তান সহ স্থানীয় অনেকেই।
মানববন্ধনে সেলিনা ইসলাম বিউটি বলেন, সারা দেশে আলোচিত সাত খুনের মামলার রায় আট বছরেও কার্যকর করা হয়নি। ১১ বছরেও বিচার কার্য শেষ হয়নি। মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে আছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। তারা বেঁচে থাকতেই এ হত্যার বিচার দেখতে চান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই হত্যা মামলার বিচারের রায় কার্যকর করার দাবি জানান তিনি।
