ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী নামে এক বাবা। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গেলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২৫) ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 
 
শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, আনোয়ার হোসেনকে প্রায় ৫-৭ বছর আগে মালয়েশিয়ায় পাঠান মোহাম্মদ আলী। সেখান থেকে ফিরে আসার পর মাদকাসক্ত হয়ে পড়লে তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়। এরপর বেকার জীবনযাপন করেন। একটা সময় উল্টাপাল্টা কাজ করতে থাকে। 

তেমনি মঙ্গলবার বিকেলে আনোয়ার পারিবারিক গোয়ালঘরে থাকা ১১টি গরুকে বেধড়ক লাঠিপেটা করে। এতে বাবা মোহাম্মদ আলী বাধা দিতে গেলে তাকেও মারধর করে। এসব ঘটনার জেরে ওই রাতেই ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এরপর নিজেই থানায় গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন মোহাম্মদ আলী। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল। 

RA
আরও পড়ুন