হাসনাত আবদুল্লাহকে পুলিশি নিরাপত্তায় নেওয়া হচ্ছে ঢাকায়

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৪৬ পিএম

গাজীপুরে সন্ত্রাসী হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে।রোববার (৪ মে) রাত ৮টা ২০ মিনিট এর দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানের সরাসরি তত্ত্বাবধানে এবং তার গাড়িতে করেই হাসনাত আবদুল্লাহকে ঢাকায় নেওয়া হচ্ছে। তার সঙ্গে রয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা টিম।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান।

এদিকে, হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে মিছিল শুরু হয়ে ঢাকা বাইপাস সড়ক পর্যন্ত অগ্রসর হয়। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পর চান্দনা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া হলেও, একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশের একাধিক ডিভিশন।

AHA