ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

ভৈরবে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:২৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ মে) রাত ১টার দিকে পৌর শহরের কমলপুর এলাকার লালুকালু পাদুকা মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সারাদিন ব্যবসায়ীরা তাদের কাজ শেষ করে কেউ দোকান বন্ধ করে বাসায় চলে যান, আবার কেউ দোকানের ভিতরেই কাজ করছিলেন। এমন সময় হঠাৎ কালো ধোঁয়া দেখে দোকানিরা বাহিরে বের হয়ে দেখেন মার্কেটের একটি দোকানে আহুন জ্বলছে। তারপর একটি দোকান থেকে পর্যায়ক্রমে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা প্রায় দেড় কোটি টাকার পাদুকা বিভিন্ন সরঞ্জাম পেস্টিং, রাবার, শান মেশিন, ডাইস মেশিন ও কম্পিউটারসহ জুতা তৈরির মালামাল আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

মার্কেটের জুতার বক্স তৈরির দোকানদার মনা মিয়া বলেন, রাতে দোকানের ভিতরেই বসে আমিসহ কারিগরা জুতার বক্স তৈরি করছিলাম।হঠাৎ করে চিৎকার শুনে বাহিরে এসে দেখি আমাদের মার্কেটে আগুন লেগেছে। একটি দোকান থেকে পর্যায়ক্রমে আমার দোকানে আগুন লেগে সব মালামাল পুড়ে যায়। আমরা ছোট ব্যবসায়ী ধার লোন করে কোনভাবে ব্যবসা করে চলতাম। এখন তো আমার সব শেষ হয়ে গেলো। এখন কি করে সংসার চালাবো এটাই ভাবছি। 

লালুকালু পাদুকা মার্কেটের ম্যানেজার ইউনুছ মিয়া বলেন, আমাদের মার্কেটের ১২ টি দোকানে প্রায় দেড় কোটি টাকার পাদুকার মালামাল ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানিরা পথে বসে গেছেন।

এ বিষয়ে ভৈরব নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর আজিজুল হক রাজন জানান, ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত। অগ্নিকাণ্ডে পাদুকা মার্কেটে ১২টি দোকানে পাদুকা সরঞ্জাম পুড়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

SN
আরও পড়ুন