ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদযাত্রা: 

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম

ঈদ যাত্রায় শেষ দিনে আজও ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। সকাল থেকে দক্ষিন অঞ্চলের ঘরমুখো মানুষ মহাসড়কের পাশে থাকা সাইনবোর্ড, শীমরাইল ও মেঘনা এলাকায় বাস কাউন্টার গুলোতে রওনা হচ্ছেন। বিশেষ করে এ অঞ্চলের কলকারখানা ছুটি হওয়ায় সড়কে যাত্রী চাপ এখনো রয়েছে। তবে দেশের ব্যস্ততম এই মহাসড়কে বাড়তি যানবাহন চলাচল করলেও নেই যানজট।

তবে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ২১ কিলোমিটারের মধ্যে রূপসী-তারাব ও বরপা এলাকায় বড় বড় গর্ত আর মোড়ে মোড়ে যানবাহন থেমে থাকায় ৬ কিলোমিটার এলাকায় সড়কে বাড়তি চাপ থাকলেও স্বাভাবিক ভাবে চলাচল করছে দূরপাল্লার যান। তবে মহাসড়কে বাসের অপেক্ষা ও বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এদিকে দুটি মহাসড়কে যাত্রী ও যানচলাচল নির্বিঘ্ন রাখতে ১১ টি পয়েন্টে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শিমরাইর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জুলাহাস। 

তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতে বাড়ি ফিরতে পাচ্ছেন যাত্রীরা। তবে ঢাকা সিলেট পথে কিছুটা চাপ রয়েছে। ফলে দুটি পয়েন্ট কিছু ধীরগতিতে যানচলাচল করছে। 

FJ
আরও পড়ুন