ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মনিরা বেগম ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে।

শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে নিজ বাড়ি থেকে মনিরার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনিরা বেগম ওই গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সালে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই মিঠু ও মনিরার সংসারে কলহ চলছিল। মনিরার স্বজনদের অভিযোগ, মিঠু পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে যেকোনো এক সময় মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল ৬টার দিকে মিঠু শেখের পরিবারের অন্যান্য সদস্যরা তার মরদেহ দেখতে পান।

নিহতার পাঁচ বছর বয়সী কন্যা মীম বলেন, ‘আমার আব্বু আর আম্মু একসঙ্গে ঘুমাতে গিয়েছিলেন। অনেক রাতে আমি দেখি আব্বু আম্মুকে টানাটানি করছে। তখন আমার ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে আব্বু আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে।’

রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, ‘সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনিরার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত বা ইন্ধন দিয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

AHA
আরও পড়ুন