ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চেয়ারম্যান রমজান আলীর উদ্যোগে সোনারগাঁয়ে বৃক্ষ রোপন

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:১৫ পিএম

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা এ শ্লোগান নিয়ে শুরু হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি।

শনিবার (২৮ জুন) গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি আওতায় সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নে বৃক্ষ রোপন ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টার দিকে স্থানীয় সাদীপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান কৃষ্ণচূড়া ও শিমুল গাছের চারা রোপণ করেন এবং ফগার মেশিনের সাহায্যে এলাকার মশা নিধন কর্মসূচি উদ্বোধন করছেন। 

এ সময় চেয়ারম্যান বলেন, স্থানীয় আদমপুর-বরাবো ভায়া চৌরাপাড়া ও আমগাঁও-গজারিয়াপাড়া দুটি কাঁচা সড়কের প্রায় ৪ কি. মি. রাস্তার পাশে ৮শ কৃষ্ণচূড়া ও শিমুল গাছের চারা রোপণ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, অত্র এলাকার মানুষের কল্যাণে ও উন্নয়নে কাজ করছি। সবার সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন কোনো বাঁধাগ্রস্ত হবে না। তাই সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাদীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রুবেল পারভেজ পাপ্পি, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, হেনা বেগম, স্থানীয় বিএনপি নেতা মো. সাইদুর রহমান সাদু, মো. মহসীন ভূঁইয়া, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম-আহবায়ক ও সাদীপুর ইউনিয়ন সভাপতি মো. সোহরাব হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মোশাররফ হোসেন ভূঁইয়া, জাভেদ হোসেন ভূঁইয়া, মো. নাছিমুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং শত শত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

AHA
আরও পড়ুন