ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত ২ 

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে জেলার সিরাজদিখানের নিমতলীতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ওই হেলপার ও ড্রাইভার মারাত্মক আহত অবস্থায় ট্রাকের ভেতরে আটকা পড়েন। 

পরে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ট্রাকের ভেতর থেকে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে দ্রুত সরিয়ে দেওয়ার কারণে সেখানে যানজটের সৃষ্টি হয়নি।

NJ
আরও পড়ুন