মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ পিছ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী নাসির মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার হরিহরপুর গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার আলম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২ আগস্ট) দুপুর পৌনে একটায় গোপন তথ্যের ভিত্তিতে নাসির মিয়াকে সামুদা ক্যামিকেল কারখানার সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
