নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মো. কামাল হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছিলেন। এছাড়া তিনি জেলা জাতীয় পার্টির নেতা ছিলেন। পাশাপাশি ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত ইসলাম বলেন, মো. কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই চলছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে কাজ চলছে।
জুলাই কনসার্টে ছুরিসহ যুবক আটক