নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কারার চর এলাকায় নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৩) ও একই এলাকার শেখ ফরিদের ছেলে বরকত উল্লাহ (২০)।
র্যাব জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ অন্তত ১০টি মামলায় অভিযুক্ত। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ বছরের ২৩ মার্চ রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আরেক ভাই। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। এরই মধ্যে চিহ্নিত কিছু লোকদের ধরার চেষ্টা চলছে।
হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধে হত্যা, গ্রেপ্তার ৮ 