ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

গাজীপুরে সাংবাদিক হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বিগত সময়ের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের চিত্র তুলে ধরেন। তারা সাগর-রুনি হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারহীনতার সমালোচনা করেন। এ সময় রাজনৈতিক দলগুলোর উদাসীনতা এবং প্রশাসনের অবহেলার কথাও উল্লেখ করা হয়।

সাংবাদিকরা বলেন, দেশে স্বাধীনতার নামে নামমাত্র স্বাধীনতার নাটক চলছে। তারা সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা, সকল হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনার দ্রুত ও সর্বোচ্চ বিচার দাবি করেন।

মানববন্ধনে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, আমরা কলম হাতে কাজ করি সত্য বলার জন্য। কিন্তু সত্য বললে যদি জীবন দিতে হয়, তবে গণতন্ত্র ও স্বাধীনতার কি মূল্য? 

NJ
আরও পড়ুন