ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোটালীপাড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে বাধন গাইন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাজরাবাড়ি গ্রামে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। মৃত বাধন গাইন উপজেলার হাজরাবাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

মৃতের পরিবার জানায়, গোসলে নামার সময় সঙ্গে থাকা ছোট ভাইপোকে বলে, “আমি ঘেরের মাঝ থেকে ডুব দিয়ে মাটি তুলে আনবো দেখবি।” কিন্তু পানিতে ডোবার পর আর উঠে আসেনি।

এ সময় তার ভাইপো চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে এবং খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন। 

 

NJ
আরও পড়ুন