উৎসবমুখোর পরিবেশে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিকে এসোসিয়েশনের অফিসে ভোট গ্রহণ চলে। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।
২১টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮৩ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোট প্রয়োগ করেন। পরে শুরু হয় ভোট গণনা।
গণনায় ১৫টি ভোট বাতিল হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. স্বপন চৌধুরী।
এ সময় নির্বাচন বোর্ডের ২ সদস্য মো. সোহেল আক্তার সোহান ও মো. আবু বকর সিদ্দিক (সাজু) উপস্থিত ছিলেন।
নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেল ২১টি ডিরেক্টর পদের মধ্যে ২০টি পদে জয়ী হয়েছেন। অপরদিকে আবু তাহের শামীম প্যানেল থেকে দল নেতা আবু তাহের শামীম জয়ী হয়েছেন।
