ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফরিদপুরে হাসপাতালের সামনে জলাবদ্ধতা নিরসনে মাছ ছেড়ে প্রতিবাদ

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জলাবদ্ধতা ইস্যুতে সড়কের জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ করা হয়েছে। হাসপাতালটির সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যার প্রতিবাদে ভিন্নধর্মী এ কর্মসূচি পালন করে জেলার সচেতন নাগরিক সমাজ। 

নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মানবতার কল্যাণে ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইফুর রহমান, সদস্য সৌরভ হোসেন রায়হান, মো. মেহেদী হাসান, আসিফ সাকিব, মো. ওয়ালিদসহ হাসপাতালের আশপাশের বাসিন্দা।

এসময় তারা অভিযোগ করেন, 'সামান্য বৃষ্টি হলেই মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনে মারাত্মক ঝুঁকি তৈরি।’ তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

JMR
আরও পড়ুন