ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভৈরবে বিলে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে দড়ি চন্ডিবের বিলে ভাসছিলো অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ। যার আনুমানিক বয়স ৪০ বছর। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

সোমবার বেলা ১১ টায় পৌর শহরের  দড়ি চন্ডিবের এলাকার দক্ষিণপাড়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। 

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, খবর পেয়ে দড়ি চন্ডিবের এলাকার শামসু মিয়ার বাড়ির পিছনে বিল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জিন্স প্যান্ট পরিহিত ছিলেন। তার প্যান্টের পকেটে থেকে একটি মুঠোফোন ও মানিব্যাগে থাকা কাতারের একটি পারমিট কার্ড পাওয়া গেছে। পারমিট কার্ডে মানিক রিয়াদ নাম লিখা রয়েছে। তার পরিচয় নিশ্চিত করতে তৎপরতা চালানো হচ্ছে।

আরও পড়ুন