ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজবাড়ীতে নদীভাঙন কবলিত ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নদীভাঙন কবলিত চারটি গ্রামের ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই চাল বিতরণ করা হয়।
 
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জনি খান, প্যানেল চেয়ারম্যান মো. প্লাবন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুর রহমানসহ ইউনিয়নের অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
জানা গেছে, চর কাঠুড়িয়া, আমবাড়িয়া, চর মৌকুড়ি ও গাছিয়াদহ গ্রামে বসবাসরত পানিবন্দি ২০০ পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
 
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, চরে বসবাস করা মানুষদের কষ্টের শেষ নেই। পদ্মায় পানি বাড়লে তাদের পানিবন্দি থাকতে হয়। তাদের জীবনযাপন করা কষ্ট হয়ে যায়। তাদের ফলানো ফসল পানিতে ডুবে যায়। আমরা উপজেলা প্রশাসন সবসময় অবহেলিত মানুষের পাশে রয়েছি।
 
NJ
আরও পড়ুন