ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গজারিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভবেরচর এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি এলাকায় নাইট মুন হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে।  

এতে প্রতিষ্ঠানটির ব্যবস্হাপক আব্দুল আজিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাবার প্রস্তুত করবার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার বাংলা রেস্তোরাঁয়ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করায় রেস্তোরাঁটির মালিক তরিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।

NJ
আরও পড়ুন