ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক পরা একদল লোক ৷ নাসির উদ্দিন উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে। 

নাসির উদ্দিনের ছোট ভাই নুর আলম ভূঁইয়া জানান, নাসির উদ্দিন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার দুপুরে প্রাইভেট কার নিয়ে ভুলতা এলাকার ব্যাংকের কাজে যান। কাজ শেষ করে ব্যাংক থেকে বের হলে সাদা পোশাকে কয়েকজন নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। তারা নাসিরের গাড়ির চালক আশিকসহ তাকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ সময় তারা নাসিরের প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। ঘটনার পর থেকে নাসিরের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুনেছি। নাসির উদ্দিনকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

NJ
আরও পড়ুন