দলের নাম ভাঙ্গিয়ে দালালি, চাঁদাবাজি ও দখলদারি বিএনপি কোনোভাবেই বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে থানতলী ট্রাকস্ট্যান্ড এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হেলেন জেরিন খান বলেন, গত ১৭ বছর গর্তে থেকে এখন বড় নেতা হয়েছে। নিত্যনতুন নেতা হয়ে থানায় দালালি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। যারা মানুষকে জিম্মি করে ক্ষতিগ্রস্থ করছে, তাদের জায়গা মাদারীপুরে হবে না।
এ সময় তিনি আরো বলেন, মাদারীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি দক্ষ রাজনৈতিক দলে পরিণত হবে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততার রাজনীতি প্রতিষ্ঠা করবো।
সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য কে এম তোফাজ্জেল হোসেন সান্টু খান, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, মৎসজীবী দলের সভাপতি সায়েম বেপারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
রিপোর্ট মেরে ফেসবুক আইডি গায়েবের চেষ্টা: উমামা