ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাদকের টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মাদকের টাকা না পেয়ে ভাগ্নের বিরুদ্ধে মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
 
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভবানীপুর জয়বাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আনিসুর রহমান (২২) ভবানীপুর এলাকার আলি নেওয়াজের ছেলে। অভিযুক্ত ভাগ্নে সৌরভ হাসান রুদ্র (২২) একই এলাকার রোকনুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামানের ছেলে সৌরভ নেশার জন্য মামা আনিসুরের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আনিসুর নিজের ঘরে শুয়ে পড়লে ক্ষিপ্ত সৌরভ ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
 
পরে এলাকাবাসী আনিসুরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে উত্তরার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিসুরের মামা রশিদ জানান, সৌরভ ও আনিস মামা-ভাগ্নে। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আনিসের মা-বাবা কিছুদিনের জন্য ভারতে গিয়েছে। সে সময় আনিসকে ১০–১২ দিনের জন্য সৌরভদের বাড়িতে রেখে যান। তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছে, তিনি জানেন না। তবে শুনেছেন, সৌরভের ভাবি বটি দিয়ে তরকারি কাটছিলেন। তখন সৌরভ ভাবির কাছ থেকে বটিটা নিয়ে আনিস যে ঘরে শুয়ে ছিল, সেখানে গিয়ে তাকে এলোপাতারি কোপাতে থাকে।
 
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
NJ
আরও পড়ুন