ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরাজদিখানে এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোস্তাক আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
সোমবার (১৭ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তাক আহমেদ চৌধুরী দীর্ঘদিন হৃদরোগজনিত চিকিৎসা নিচ্ছিলেন। 
 
মোস্তাক আহমেদ চৌধুরী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের এনসিপির প্রধান সমন্বয়ক। এছাড়া তিনি কোলা ভিলেজ পার্কের স্বত্বাধিকারী।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুন্সীগঞ্জ জেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক এড. মারুক হাসান মন্টি ও সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
 
 
NJ
আরও পড়ুন