গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বাউশিয়া এলাকার জনপ্রিয় রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম পিন্টু। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এএসএম রহমত আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের।
 
সদস্য হিসেবে রয়েছেন- বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার ঢালী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম খাঁন, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন দেওয়ান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম। 
 
জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) এ কমিটির অনুমোদন দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
NJ
আরও পড়ুন