ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নকে সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ফরিদপুর ২ আসনের (সালথা উপজেলার নগরকান্দ) সাথে সংযুক্ত করার প্রতিবাদে আগামী ৩ দিন সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সর্বদলীয় ঐক্য কমিটি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ মিলনায়তনের সামনে দুটি ইউনিয়নের আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি উপস্থিত সাংবাদিকের বলেন, আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পযর্ন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে জরুরি রোগী বহনকারী ও সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতা মুক্ত থাকবে।
৩ দিনের অবরোধ কর্মসূচি পালনকালীন নির্বাচন কমিশনের কাছ থেকে যদি কোন সদুত্তর সারা না পাওয়া যায়, তাহলে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি প্রদানের মধ্যে দিয়ে জনগণের ন্যায্য দাবি তুলে ধরা হবে। একই সঙ্গে রাজপথে অবস্থানের বিষয়টি অটুট থাকার ঘোষণা করেন।
সর্বদলীয় ঐক্য কমিটির ব্যানারের আওতায় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা জনগণের ঐক্য প্রক্রিয়ার এ আন্দোলনের সাথে একাত্ম ঘোষণায় মাঠে ছিলাম এবং দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত ২ ইউনিয়নবাসীর সাথে সাথে আছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আমাদের ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইতোমধ্যে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছেন এবং আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রয়েছে বলে উপস্থিত সাংবাদিক ও জনগণের কাছে বিএনপির অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, উপজেলার হাসপাতাল গেট, সুয়োদী, মুনসুরাবাদ, পুখুরিয়া, হামিরদী, পুলিয়া, মাধবপুর ও পুখুরিয়া বাসস্ট্যান্ড এবং রেল স্টেশন এলাকায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁওয়ে তৃণমূল বিএনপির মতবিনিময় সভা