ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. শফিক মিয়া (৪৫) নামের আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার মো. শফিক মিয়াকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
 
২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান শফিক। আজ বিকেলে র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 
র‌্যাব জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খানের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। তিনি বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতেন। এ নিয়ে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মো. শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
 
হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।  
 
দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে র‌্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল আজ বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে বিকেলে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
সোনারগাঁও থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
NJ