ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া বলেন, গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

NB/SN
আরও পড়ুন