আড়াইহাজারে ট্রাক চাপায় প্রাণ গেলো শিশুর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাক চাপায় আলিফ (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু আলিফ ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

জানা যায়, একটি বালুবাহী ট্রাক জাঙ্গালিয়া থেকে বালু নিয়ে বঙ্গারবাজার যাওয়ার পথে শিশুটি রাস্তায় খেলছিল। এ সময় ট্রাক চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

NJ
আরও পড়ুন