ফরিদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম লিপি বেগম (৪৫)। ঘটনার পর থেকেই তার স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) পলাতক।
ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে শফিকুল ইসলাম ধারালো ছোরা দিয়ে লিপি বেগমের গলায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন লিপি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিপিকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ হাসপাতল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
