মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
সভায় ওয়ার্ডভিত্তিক ইউনিয়নের সব ওয়ার্ডের সদস্যরা তাদের সমস্যা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত নতুন প্রকল্পগুলো তুলে ধরেন।
এ সময় হরগজ ইউনিয়নের রূপকার ও হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম. নুরুল হক, উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. ইউসুফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ, বিএনপির হরগজ ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বিডিআর, সেক্রেটারি মো. জুয়েল মোল্লাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা, ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, উপজেলার সব ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই মতবিনিময়ে সভার আয়োজন করা হয়েছে। সাটুরিয়া উপজেলার সব ইউনিয়নেই এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও