ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে মাদকমুক্ত সমাজ গড়তে ১০ গ্রামের শপথ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকমুক্ত সমাজ গড়তে ১০ গ্রামের মানুষ একত্রিত হয়ে সভা করেছেন।
 
শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার হাইজাদী ইউনিয়নের দরিয়াবাদ চৌরাস্তায় মাদকবিরোধী এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন দরিয়াবাদের বিশিষ্ট সমাজসেবক মোহসীন মোল্লা। এ সময় দরিয়াবাদের ব্যবসায়ী সেলিম মোল্লা, এলাকার যুব সমাজ ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
 
সভাটি আয়োজন করেন দরিয়াবাদের সচেতন তরুণ সবুজ এবং দুলাল। এতে ১০ গ্রাম- উদয়দী, বারআনী, আতাদী, সরাবদী, রাইনাদী, দরিয়াবাদ, বড়ইকান্দী, পাড়ামনোহরদী, ধন্দী এবং মুন্সীপুরের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।
 
বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তারা সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে একসাথে কাজ করার আহ্বান জানান।
 
সভা শেষে যুব সমাজের পক্ষ থেকে ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণা চালানোর অঙ্গীকার করা হয়।
NJ
আরও পড়ুন