ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৫ শতাংশ জমির লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম
মানিকগঞ্জের ঘিওরে এক কৃষকের ১৫ শতাংশ জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী কৃষক।
 
শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার চকবস্তা গ্রামের সজুমুদ্দিনের ছেলে শরিফের লাউ ক্ষেতে এ ঘটনা ঘটে।
মো. শরিফ মিয়া জানান, আমার বাড়ির পাশে ১৫ শতাংশ জমিতে লাউ গাছ লাগিয়েছিলাম। বর্তমানে গাছে কিছু লাউও ধরেছে। শুক্রবার সকালে লাউ তুলতে গিয়ে দেখি আমার জমির সব লাউ গাছ কেটে দিয়েছে কেউ। এতে আমার প্রায় এক লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রতিবেশীদের কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি।
 
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, লাউ গাছ কাটার ঘটনায় থানায় একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
NJ
আরও পড়ুন